নাশকতা ঠেকাতে ডিএমপির ৩০ হাজার সদস্য সদা প্রস্তুত, পুলিশের যুগ্ম কমিশনার

আপলোড সময় : ১১-১১-২০২৩ ০৭:২১:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ১১-১১-২০২৩ ০৭:২১:৪৫ অপরাহ্ন
দ্বাদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত রাজনৈতিক অঙ্গন। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজপথে বিএনপি ও সমমনা দলগুলো। অন্যদিকে সরকারি দল ও তাদের শরীকরা বর্তমান সরকারের অধীনেই নির্বাচন সম্পন্ন করতে আগ্রহী।

এক দফা দাবিতে হরতাল-অবরোধ চালিয়ে যাচ্ছে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলো। এসব কর্মসূচিকে কেন্দ্র করে আগে ও পরে যাত্রীবাহী বাস-ট্রাকে আগুন দিচ্ছে দুর্বৃত্তরা। এমন পরিস্থিতিতে কঠোর অবস্থানে পুলিশ।

বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি ও পরিকল্পনা নিয়ে চ্যানেল 24 এর সঙ্গে একান্ত সাক্ষাতকারে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার জানান, যে কোনো ধরণের নাশকতা ঠেকাতে ডিএমপির ৩০ হাজার সদস্য সদা প্রস্তুত রয়েছে। নাশকতা ঠেকাতে ইতোমধ্যেই অনেককে গ্রেপ্তার করা হয়েছে। আরও নামের তালিকা তৈরি হয়েছে, সামনে অনেককে গ্রেপ্তার করা হবে।

এ সময় বিপ্লব কুমার বলেন, তফসিল ঘোষণাকে কেন্দ্র করে কেউ যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করে, তাহলে তা সর্বশক্তি দিয়ে প্রতিহত করবে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশকে চ্যালেঞ্জ করতে পারে, এমন কোনো শক্তি এখন ঢাকার শহরে নেই উল্লেখ করে তিনি আরও বলেন, সামনে আরও কঠোর হবো, আইন প্রয়োগে পুলিশ বিন্দুমাত্র পিছ পা হবে না।

তিনি আরও বলেন, যে কোনো ধরণের নাশকতা ঠেকাতে ডিএমপির ৩০ হাজার সদস্য সদা প্রস্তুত উল্লেখ করে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার বলেন, পরিস্থিতি নির্ধারণ করবে আমরা মারণাস্ত্র ব্যবহার করবো কী-না।

এ সময় তিনি জানান, নামের তালিকা তৈরি হয়েছে, সামনে আরও অনেককে গ্রেপ্তার করা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আঘাত করে পুলিশের মনোবলকে কখনোই দুর্বল করা যাবে না বলেও উল্লেখ করেন বিপ্লব কুমার সরকার।সুত্র-

সম্পাদকীয় :

প্রকাশক  ঃ এম,এ,কাশেম পাপ্পু 

সম্পাদক ঃ জসীম হোসেন নিরব

ব্যবস্থাপনা সম্পাদক ঃ মোঃ ছগীর আহমেদ 

বার্তা প্রধান ঃ মাহতাব শফি 

আইন উপদেষ্টা ঃ অ্যাডভোকেট রবিউল ইসলাম 

সর্ব স্বত্ব ও স্বত্বাধিকার ঃ বাংলারজমিন২৪ মিডিয়া (প্রাঃ) লিঃ

অফিস :

অফিস : ২৫ (ষষ্ঠ তলা) রবিন্দ্র সরনি ,সেক্টর-৩ ,উত্তরা ,ঢাকা-১২৩০।

ইমেইল :[email protected]

মোবাইল : ০১৭০৭০৭৮৭১৩