ঢাকা , মঙ্গলবার, ০৬ মে ২০২৫ , ২২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নরেন্দ্র মোদি ঝাড়ু ময়লা স্বচ্ছ ভারত অভিযান ভারত

ঝাড়ু হাতে ময়লা সাফ করছেন মোদি

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ০১-১০-২০২৩ ০৪:২২:৫৩ অপরাহ্ন
আপডেট সময় : ০১-১০-২০২৩ ০৪:২২:৫৩ অপরাহ্ন
ঝাড়ু হাতে ময়লা সাফ করছেন মোদি ফাইল ছবি :
পরনে জলপাই রঙের পাঞ্জাবি, কাঁধে গামছা আর হাতে ঝাড়ু। সামাজিক যোগাযোগমাধ্যমে এমনই ব্যতিক্রম রূপে ধরা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রোববার (১ অক্টোবর) এক্সে (সাবেক টুইটার) ৪ মিনিট ৪১ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন মোদি।


ওই ভিডিওতে দেওয়া যায়, একটি গাছগাছালিতে পূর্ণ এলাকায় ঝাড়ু-বেলচা হাতে আবর্জনা সাফ করছেন মোদি। এসময় তার সঙ্গে ছিলেন ফিটনেস ইনফ্লুয়েন্সার অঙ্কিত বাইয়ানপুরিয়া।

ভিডিওর ক্যাপশনে মোদি লিখেছেন, ‌'আজ পুরো জাতি যেমন স্বচ্ছতায় নজর দিয়েছে, অঙ্কিত বাইয়ানপুরিয়া এবং আমিও তাই করেছি! পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি আমরা ফিটনেস এবং সুস্থতাও গুরুত্ব দিচ্ছি।'

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী, ভারতজুড়ে ১ অক্টোবর থেকে শুরু হয়েছে 'স্বচ্ছ ভারত' অভিযান। এদিন দেশজুড়ে ঘণ্টাব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন হাজার হাজার ভারতীয়। সেই অভিযানে নেতৃত্ব দিতেই দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঝাড়ু হাতে ময়লা সাফ করেন।

মোদি ঝাড়ু হাতে ময়লা সাফের সেই ভিডিও এক্সে পোস্ট করার কয়েক মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। ইতোমধ্যে ভিডিওটি ১৪ লাখের বেশি ভিউ এবং ১০ হাজারের বেশি শেয়ার হয়েছে।RT/V

নরেন্দ্র মোদি ঝাড়ু ময়লা স্বচ্ছ ভারত অভিযান ভারত
মন্তব্য করুন

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ