ঢাকা , বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫ , ২৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াত নেতা আজহারুল ইসলামের মুক্তি দাবিতে মিছিল

বাংলার জমিন ডেস্ক :
আপলোড সময় : ০৭-০৫-২০২৫ ০৭:৩৬:০০ অপরাহ্ন
আপডেট সময় : ০৭-০৫-২০২৫ ০৭:৩৬:০০ অপরাহ্ন
জামায়াত নেতা আজহারুল ইসলামের মুক্তি দাবিতে মিছিল ফাইল ছবি
পঞ্চগড়ে গণহত্যার বিচার এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তিসহ কয়েকটি দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির।
 বুধবার বিকেলে কলেজ মোড় থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান শহর প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।


 বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি জুলফিকার রহমান।
 এ সময় বোদা উপজেলা জামায়াতে ইসলামীর আমির জাহিদুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি রাশেদ ইসলাম, সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক তোফায়েল প্রধান, সাবেক জেলা সভাপতি জয়নাল আবেদিন, জেলা সেক্রেটারি লুকমান আলী প্রমুখ বক্তব্য রাখেন।

 বিক্ষোভ সমাবেশে জেলা ও উপজেলা জামায়াতে ইসলামী, ছাত্রশিবির ও অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
 বিডি প্রতি

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ