ঢাকা , শনিবার, ০১ জুন ২০২৪ , ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

শান্তর সুখবর

বিনোদন ডেক্স
আপলোড সময় : ১৫-০৫-২০২৪ ০৭:৪৯:০৮ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-০৫-২০২৪ ০৭:৪৯:০৮ অপরাহ্ন
শান্তর সুখবর ফাইল ছবি
সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ে সিরিজে চতুর্থ ম্যাচে ইনজুরিতে পড়েন তাসকিন আহমেদ। এতে শঙ্কা তৈরি হয়েছিল তার বিশ্বকাপে খেলা নিয়ে। তবে তাকে দলের সহ-অধিনায়ক করে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দল ঘোষণা সময় প্রধান নির্বাচক জানান বিশ্বকাপে যেকোনো পর্যায়ে পুরোপুরি ফিট তাসকিনকে পাওয়া যাবে। তবে আজ বুধবার (১৫ মে) বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আরও সুখবর দেন। তিনি বলেন, বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে সুস্থ তাসকিনকে পাওয়া যাবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বুধবার (১৫ মে) মধ্য রাতে দেশ ছাড়বে টাইগাররা। এর আগে মিরপুরের শেষবারের মতো অনুশীলন করে বাংলাদেশ। পরে হয় ফটোসেশন। পরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে যোগ দেন শান্ত এবং প্রধান কোচ চন্ডিকা হাতুরুসিংহে।

সেখানে তাসকিনের ইনজুরি বিষয় জানতে চেয়ে প্রশ্ন করা হয়। এ সময় নিজের বক্ত্যবে বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে ডানহাতি এই ফাস্ট বোলারকে পাওয়া যাবে বলে আশ্বাস দেন নাজমুল হোসেন শান্ত।
তাসকিনকে নিয়ে শান্তর সুখবর
বিকেলে টাইগারদের সঙ্গে ডোনাল্ড লু'র সাক্ষাৎ

বাংলাদেশ দলপতি, 'তাসকিন সুস্থ হয়ে উঠবে আশা করছি প্রথম ম্যাচ থেকেই। না থাকলে ব্যাকাপ অপশন নিয়ে আগাবো। মেডিকেল টিমের কাছ থেকে যতটুকু জেনেছি, প্রথম ম্যাচ থেকেই খেলতে পারবে সে।'

এর আগে সোমবার (১৩ মে) তাসকিনের রিপোর্ট পাঠানো হয় যুক্তরাষ্ট্রে। তাই সেখানে হবে ডানহাতি পেসারের ইনজুরি পূর্নবাসন পক্রিয়া। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হিউস্টনে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতিমূলক সিরিজ রয়েছে টাইগারদের। আগামী ২১, ২৩ ও ২৫ মে মাঠে গড়বে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের এই সিরিজ। এ সিরিজে খেলবেন না তাসকিন।

এই সিরিজের পর বিশ্বকাপের জন্য মনোনিবেশ করবে টাইগাররা। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্বে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগারদের বিশ্বকাপ মিশন। ১০ জুন দক্ষিণ আফ্রিকা, ১৩ জুন নেদারল্যান্ডস আর ১৭ জুন নেপালের বিপক্ষে লড়বে নাজমুল হোসেন শান্তর দল।

নিউজটি আপডেট করেছেন : Banglar Jamin

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ